চার দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বিরোধ চলছে। যার আঁচ পড়তে পারে আসন্ন ফুটবল বিশ্বকাপেও। ইরানের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের জন্য ইরান সাতজনের প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চারজনকে ভিসা দিয়েছে।
আরও পড়ুন:
এমনকি ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজকেও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। অবশ্য সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছে ফিফা।
এ নিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরান, সবমিলিয়ে সপ্তম। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ই বিশ্ব আসরে দেশটির একমাত্র সাফল্য।





