ম্যাচের ৩২ মিনিটে বেনফিকার মূল দলে খেলা সেন্টার ফরোয়ার্ড আনাসিও কারাল গোল করে পর্তুগালকে লিড এনে দেন। বিরতির আগে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পর্তুগীজরা।
আরও পড়ুন:
বিরতির পর ফিরে অস্ট্রিয়াও চেষ্টা করে ম্যাচে ফেরার। তবে পর্তুগালের রক্ষণ ভেদ করে গোল আদায়ে ব্যর্থ হয় দলটি। আর কোনো গোল না পেলে ১-০ ব্যবধানের জয় নিয়ে নিজেদের বিশ্বকাপের মিশন শেষ করে পর্তুগীজরা।
এর আগে যুব বিশ্বকাপে ১৯৮৯ সালে তৃতীয় হয়েছিল পর্তুগাল। এবার চ্যাম্পিয়ন হওয়ার আগে এটিই ছিল তাদের সেরা সাফল্য।





