অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা পেলেন উলভার্ট, গার্ডনার, মান্ধানা

অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া তিন নারী ক্রিকেটার
অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া তিন নারী ক্রিকেটার | ছবি: আইসিসি
0

বিশ্বকাপের দারুণ পারফরম‍্যান্সে অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন লরা উলভার্ট, অ‍্যাশলি গার্ডনার ও স্মৃতি মান্ধানা। ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিন স্পিনার- পাকিস্তানের নোমান আলি, দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ও আফগানিস্তানের রাশিদ খান।

উইমেন্স ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। অক্টোবরে আট ম্যাচে করেছেন ৪৭০ রান। উইমেনস বিশ্বকাপে এবারের আসরে অলরাউন্ড নৈপুণ‍্যে বল হাতে সাত উইকেটের পাশাপাশি দুটি সেঞ্চুরিসহ ৩২৮ রান করেছেন স্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। এছাড়া অক্টোবরে ৭ ম্যাচে ৮২ গড়ে ৩৮১ রান করেছেন স্মৃতি মান্দানা।

আরও পড়ুন:

এদিকে পুরুষদের মধ্যে টেস্টে ১৪ উইকেট নেন নোমান আলি। এ পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে যান তিনি। লাহোর টেস্টে ১১ উইকেট নিয়ে বল হাতে দ্যুতি ছড়ান প্রোটিয়া স্পিনার সেনুরান মুথুসামি।

দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে জেতেন ‘প্লেয়ার অব দা সিরিজ’ পুরস্কার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট ও পাঁচটি টি-টোয়েন্টিতে নয় উইকেট নিয়ে মাস সেরার দৌড়ে আছেন রাশিদ খানও।

এফএস