ক্রিকেট খেলায় কে সেরা? ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট তিন ফরম্যাটেই আছে ব্যাটারদের অসংখ্য রেকর্ড। কিন্তু ব্যাটারদের তালিকায় কে সেরা তা নিয়ে আছে নানা আলোচনা, তর্ক-বিতর্ক।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কারারা ওভালে ভারতের বিপক্ষে চতুর্থ টি–টোয়েন্টি চলাকালে মাঠে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই সর্বকালের সেরা খেলোয়াড়। কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। ক্রিকেটপ্রেমীরা সবসময় তাকে খেলতে দেখতে চায়।
তার মতে, রোহিত ও কোহলির মতো তারকাদের দেখা সব সময়ই দর্শকদের জন্য আনন্দের। তবে বয়স ও সূচির চাপের কারণে তাদের সব ম্যাচ খেলা সম্ভব নয়।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত ও কোহলি। এর আগে তারা টেস্ট থেকে অবসর নেন, আর টি–টোয়েন্টি ছাড়েন গত বছর জুলাইয়ে বিশ্বকাপ জয়ের পর।
সংখ্যার বিচারে ওয়াহর বক্তব্য যৌক্তিক। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির মালিক কোহলি। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড।
ওয়ানডেতে রান করায়ও কোহলির সামনে এখন কেবল শচীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই তিনি কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠেছেন দ্বিতীয় স্থানে। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে করেছেন ১৮ হাজার ৪২৬ রান, আর কোহলি ২৯৩ ইনিংসে করেছেন ১৪ হাজার ২৫৫ রান।
স্টিভ ওয়াহর এ মন্তব্যে ক্রিকেটবিশ্বে নতুন করে শুরু হয়েছে সেরার বিতর্ক। স্টিভের পাশাপাশি কোহলিকে সেরা বলেছেন ক্লার্ক, স্টিভেন স্মিথ ও কপিল দেবও। কোহলির পক্ষে যেমন অগণিত যুক্তি, তেমনি টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স কিংবা রোহিত শর্মার নামও উঠে আসছে আলোচনায়।





