ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন | ছবি: এখন টিভি
3

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর ও সাহিত্য অ্যাকাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ আরও অনেকে।

আরও পড়ুন:

এসময় বক্তারা বলেন, ‘প্রতিদিন ছয় থেকে সাত হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু এত পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।’

সেজন্য দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালু এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।

এসএস