বিএনপির সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালুর দাবি

বিএনপির সভা
বিএনপির সভা | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির এক সভা থেকে পূর্বাঞ্চল রেলের যাত্রীদের দুর্ভোগ লাঘবে নতুন ট্রেন চালুর পাশাপাশি বিদ্যমান আন্তঃনগর ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) বিকেলে কসবা উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে এ দাবি জানান বক্তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কসবা উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া।

কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইকলিল আজম, সহসভাপতি মোখলেছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিনসহ আরও অনেকে।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে ট্রেন যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কের অবস্থা খুবই নাজুক। ফলে ট্রেনে যাত্রীচাপ প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের আসন সংখ্যা খুবই অপ্রতুল। এ অবস্থায় যাত্রী দুর্ভোগ কমাতে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া তথা কসবা-আখাউড়া রুটে নতুন ট্রেন চালুর পাশাপাশি বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন। এতে করে রেলওয়েও আর্থিকভাবে লাভবান হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সংস্কার ও বিচারের কথা বলছে তা তারেক রহমানের ৩১ দফাতে স্পষ্ট উল্লেখ আছে। এটি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পাশাপাশি সকল খাতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে।’

এসএস