সিএনএন জানায়, নিহত ঐ দুই বিচারক কয়েক বছর ধরেই বেশ কিছু হাই প্রোফাইল কেসের সাথে সম্পৃক্ত ছিলেন। তবে হামলাকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার রেকর্ড পাওয়া যায়নি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় মিডিয়া অফিস।
মিডিয়া অফিস আরো বলছে, প্রাথমিক আলামত পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে, হামলার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সি বলছে, এই হামলার সময় একজন গার্ডও গুরুতম জখম হয়েছে। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, দুইজন নয় বরং তিন বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিল ঐ আততায়ী।