মামলাটি বর্তমানে বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন:
রিটে অভিযোগ করা হয়, ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট দ্য মেইনস্টেজ শো’ শীর্ষক কনসার্টটি প্রয়োজনীয় সরকারি অনুমোদন, ভেন্যু নিশ্চিতকরণ এবং শিল্পীর সম্মতি ছাড়াই নিশ্চিত ইভেন্ট হিসেবে প্রচার করা হয়েছিল। এ ঘটনায় টিকিট বিক্রির মাধ্যমে বিপুল সংখ্যক দর্শক বিভ্রান্ত হয়েছেন।
অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার বলেন, ‘এ মামলা কোনো আর্থিক ক্ষতিপূরণের জন্য নয়; বরং অননুমোদিত ও বিভ্রান্তিকর ইভেন্ট বিজ্ঞাপন বন্ধ করে জনআস্থা ও আইনি শৃঙ্খলা রক্ষাই এর মূল উদ্দেশ্য।’
রিটে বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজনের ক্ষেত্রে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অনুমোদন ছাড়া টিকিট বিক্রি নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও নজরদারির নির্দেশনা চাওয়া হয়েছে।





