গেল কয়েক বছর ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ। যদিও, ক্যারিবীয়দের সাথে সদ্য শেষ হওয়া সিরিজটিতে মুদ্রার উল্টো পিঠ দেখেছে মেহেদী মিরাজরা।
দীর্ঘদিন অপরাজিত থেকে উইন্ডিজের কাছে টানা তিন ওয়ানডে হেরে ভক্তদের হতাশ করেছে লাল-সবুজের দল। বিশেষ করে বোলিং আর ফিল্ডিংয়ে খেই হারিয়েছে টাইগার শিবির। সেই ব্যর্থতা ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা সফররতদের।
সৌম্য সরকার বলেন, ‘কারা বড় টিম, কারা ছোট টিম তার চেয়ে বড় কথা হচ্ছে ২০ বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এর জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন জায়গাতেই ভালো খেলতে পারি তাহলে তাদের আরামসে বিট করতে পারবো।’
ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সৌম্য সরকার। তার ধারণা, ব্যাটারদের পাশাপাশি বোলাররা ধারাবাহিক পারফর্ম করলে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটায় ইতিবাচক কিছুই হবে।
সৌম্য সরকার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম। কিন্তু দুই একটা সিরিজ আমাদের ভালো যায় নি। তারমধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা অন্তত ব্যাটসম্যানরা রান করছি। এটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল। এই সিরিজে তারা হয়তো একটু স্ট্রাগল করেছে। আমার কাছে মনে হয় আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কাম ব্যাক করবে।’
যদিও টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে উইন্ডিজের আধিপত্য বেশি। দুই দলের ১৬ দেখায় এগিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যারিবীয়দের নয় জয়ের বিপরীতে বাংলাদেশের জয় পাঁচটিতে। বাংলাদেশ-উইন্ডিজ তিন ম্যাচের সিরিজটি শুরু সোমবার থেকে।