দেশে এখন
0

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে সেটিকে স্থানীয় জেলের দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জোয়ারের পানির সঙ্গে বিশাল আকৃতির একটি তিমি মাছ হাতিয়ার মূল ভূ-খণ্ডের কয়েক কিলোমিটার দূরে জেগে উঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে।

পরে দুপুরের দিকে একদল জেলে নদীতে চর আতাউর এলাকায় মাছ ধরতে গিয়ে দূর থেকে বড় কিছু একটা আটকা পড়েছে দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন বিশাল আকৃতির তিমি মাছ। মাছটির ওজন হবে আনুমানিক ৫০ থেকে ৬০ মণ। পরে জেলেরা তিমি মাছটির লেজের দিকে ও মাথার দিকে দড়ি বেঁধে টেনে মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান মেঘনার চর আতাউরের পলিতে তিমি মাছ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমি মাছ গভীর সমুদ্র থেকে নদীতে চলে এসেছে। এরপর জোয়ারের পানির তোড়ে সেটি নদীতে জেগে উঠা নতুন চরের পলিতে আটকা পড়ে গেছে। এরই মধ্যে ভাটা শুরু হওয়া নদীতে নামতে পারেনি।'

আটকে পড়া তিমিকে স্থানীয় জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

এসএস