হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি
নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে সেটিকে স্থানীয় জেলের দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।