প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিজনেস কলার আইডি পরিষেবা চালু করবে অ্যাপল

অ্যাপল বিজনেস কানেক্ট প্রোগ্রামে বেশ কিছু নতুন টুল যুক্ত করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের জন্য এসব ‍টুল বেশ সহায়ক হবে। এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগামী বছর এ পরিষেবাটি উন্মোচন করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। এটি চালুর পর যেকোনো আকারের কোম্পানি তাদের নাম, লোগো ও বিভাগের তথ্য রেজিস্টার করতে পারবে। গ্রাহকরা যোগাযোগের সময় এসব তথ্য দেখতে পারবে। পারতপক্ষে ফোনকলের সময় বিজনেস ও স্প্যাম শনাক্তে এটি সহায়তা করবে।

অ্যাপল ইকোসিস্টেমে বিভিন্ন অ্যাপে পরিষেবা দেয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোকে সুবিধা দিয়ে থাকে অ্যাপল বিজনেস কানেক্ট। গত বছর কোম্পানিটি ম্যাপ, মেসেজ, সিরি ও ওয়ালেটে কাস্টমাইজেশনের সুবিধা চালু করে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন টুল চালুর কারণে আরো বেশি কোম্পানি এখন এটি ব্যবহার করতে পারবে। বিশেষ করে যাদের সুনির্দিষ্ট দোকান নেই তারা। বিজনেস কলার আইডির পাশাপাশি এ প্রোগ্রামের মাধ্যমে মেইল ও ফোন অ্যাপে ব্র্যান্ড ইনফো যুক্ত করার সুবিধাও পাওয়া যাবে।

এএইচ