প্রাইভেসি স্যান্ডবক্স বন্ধ করে দিয়েছে গুগল

গুগলের সদর দপ্তর
গুগলের সদর দপ্তর | ছবি: সংগৃহীত
0

আনুষ্ঠানিকভাবে প্রাইভেসি স্যান্ডবক্স বন্ধ করে দিয়েছে গুগল। সম্প্রতি প্রজেক্টের ওয়েবসাইটে দেয়া এক আপডেটে গুগলের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি এক ঘোষণার মাধ্যমে জানান, কোম্পানি স্যান্ডবক্সের জন্য তৈরি করা সব প্রযুক্তিও বন্ধ করে দিচ্ছে। মূলত গ্রাহক বা ব্যবহারকারী পর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর এনগ্যাজেটের।

গুগলের একজন মুখপাত্র অ্যাডউইকেবর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুগল শুধু প্রযুক্তি বন্ধই করছে না, সামগ্রিকভাবে পুরো প্রকল্পই বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ক্রোম, অ্যান্ড্রয়েড ও ওয়েবের প্রাইভেসি বা নিরাপত্তার বিষয়ে কাজ বাড়াবো। সেই সঙ্গে প্রাইভেসি স্যান্ডকবক্স থেকে সরে আসবো।’

থার্ড পার্টি কুকিজের বিকল্প হিসেবে ২০১৯ সালে কোম্পানি প্রথম প্রাইভেসি স্যান্ডব্ক্স প্রকাশ্যে আনে। এটি মূলত এমন ধরনের একটি স্ট্যান্ডার্ড যা ব্যবহারকারীর তথ্যের বা পরিচয়ের ক্ষতি না করে পারসোনালাইজড বিজ্ঞাপন দেখিয়ে থাকে। তবে বছরের পর বছর থার্ড পার্টি ‍কুকিজ থেকে সরে আসার বিষয়ে গুগলের উদ্যোগ বাধাগ্রস্ত হতে থাকে।

২০২৪ সালে সবশেষ ক্রোম ব্রাউজার থেকে থার্ড পার্টি কুকিজ অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসে। এর পরিবর্তে ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে কুকিজ নিয়ন্ত্রণের সুবিধা নিয়ে আসে। চলতি এপ্রিলে গুগল জানায় কোম্পানি ক্রোম ব্রাউজারের থার্ড পার্টি কুকিজ পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসে।

এএইচ