বিজনেস কলার আইডি পরিষেবা চালু করবে অ্যাপল
অ্যাপল বিজনেস কানেক্ট প্রোগ্রামে বেশ কিছু নতুন টুল যুক্ত করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের জন্য এসব টুল বেশ সহায়ক হবে। এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।