হিউসটনের কারখানা থেকে এআই সার্ভার বাজারজাত শুরু অ্যাপলের

হিউসটনের কারখানায় কাজ করছেন এক কর্মী
হিউসটনের কারখানায় কাজ করছেন এক কর্মী | ছবি: রয়টার্স
0

হিউসটনের কারখানায় নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর সার্ভার বাজারজাত শুরু করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের কারখানায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। যার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের আইফোন ও ম্যাক কম্পিউটারে যে ধরনের গোপনীয়তার মাধ্যমে ব্যবহারকারীদের এআই ফিচার ব্যবহারের সুবিধা দেয়া হয় এসব সার্ভারে তেমন সক্ষমতার চিপসেট রয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আইফোন তৈরির জন্য অ্যাপলকে চাপ দিয়ে যাচ্ছেন। তবে প্রতিষ্ঠানটির সিইও টিম কুক জানান, আইফোন অ্যাসেম্বলের বিষয়টি আপাতত যুক্তরাষ্ট্রের বাইরেই থাকবে। তবে ফোন তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন চিপ ও যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হবে।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার অ্যাপল জানায়, হিউসটনের কারখানা থেকে পাঠানো সার্ভারগুলো যুক্তরাষ্ট্রে থাকা অ্যাপলের সকল ডাটা সেন্টারে শিগগিরই যুক্ত করা হবে।

এ নিয়ে এক বিবৃতিতে অ্যাপলের চিফ অপারেটিং অফিসার সাবিহ খান বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই কারখানাটি চালু করার জন্য আমাদের টিম যথেষ্ট কাজ করছে। আগামী বছর আমাদের উৎপাদন বৃদ্ধির জন্য এ কার্যক্রম আরও সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছি।’

এফএস