মার্কিন বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে যে, এ অ্যাপগুলো এজেন্টদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।
আরও পড়ুন:
এফবিআই জানিয়েছে, ডালাসে দুই বন্দীকে হত্যার ঘটনায় হত্যাকারীরা আইসিই এজেন্ট ব্যবহার করেছিলো। সেইসঙ্গে তাদের যানবাহনের গতিবিধি ট্র্যাক করার জন্য এ ধরণের অ্যাপ ব্যবহার করেছিলো। ট্রাম্প প্রশাসন থেকে আসা ব্যাপক চাপের মুখে এ অ্যাপগুলো সরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও সবচেয়ে জনপ্রিয় আইসিই ট্র্যাকিং অ্যাপ ‘আইসব্লক’সহ অন্যান্য অনুরূপ অ্যাপ সরানোর জন্য বলা হয়।
এ বিষয়ে অ্যাপল বলছে, আইন প্রয়োগকারী সংস্থার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, আইসব্লক ও অনুরূপ বাকি অ্যাপগুলোকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে।





