এআই কারখানায় এনভিডিয়ার চিপ ব্যবহার করছে স্যামসাং

এনভিডিয়া, এআই ও স্যামসাং
এনভিডিয়া, এআই ও স্যামসাং | ছবি: সংগৃহীত
0

এআই অব্কাঠামোর উন্নয়নে দক্ষিণ কোরিয়া ও দেশটির বেশ কিছু বড় কোম্পানির সঙ্গে দলবদ্ধ হয়েছে এনভিডিয়া। এসব কোম্পানির মধ্যে অন্যতম হলো স্যামসাং। কোম্পানিটি নতুন এআই কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যেখানে এনভিডিয়ার ৫০ হাজারের বেশি ব্ল্যাকওয়েল সার্ভার জিপিইউ ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে। এগুলোর মাধ্যমে কোম্পানিটি নিজস্ব চিপ তৈরি করবে।

‘এআই ড্রাইভেন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং’ নামে কারখানাটি তৈরি হচ্ছে বলে কোম্পানির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। এর মাধ্যমে স্যামসাংয়ের প্রসেস সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়াও জিপিইউর সঙ্গে ব্যবহারের জন্য স্যামসাংকে লিথোগ্রাফি প্লাটফর্ম গ্রহণে সহায়তা করবে এনভিডিয়া। এর মাধ্যমে স্যামসাংয়ের সক্ষমতা ২০ গুণ বাড়বে বলে অভিমত সংশ্লিষ্টদের।

শুধু স্যামসাং নয় কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাইও এর উৎপাদন ও এআই নির্ভর স্বয়ংচালিত গাড়ি বাজারজাতে এনভিডিয়ার ৫০ হাজার ব্ল্যাকওয়েল জিপিইউ চিপ ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে এসকে গ্রুপ কনগ্লোমেরেটের অধীন এসকে টেলিকম ও এসকে হাইনিক্সও ইন্ডাস্ট্রিয়াল এআই ক্লাউড পরিষেবার জন্য ৫০ হাজার এনভিডিয়ার ব্ল্যাকওয়েল সার্ভার চিপ ব্যবহার করবে বলে জানা গেছে।

এনভিডিয়া জানায়, এ অবকাঠামোতে পরবর্তী প্রজন্মের মেমোরি, রোবোটিকস, ডিজিটাল টুইনস ও ইন্টেলিজেন্ট এআই এজেন্ট থাকবে।

এএইচ