পরবর্তী প্রজন্মের ম্যাকবুক উৎপাদন শুরু করবে অ্যাপল

অ্যাপল ম্যাকবুক ও অন্যান্য পণ্য
অ্যাপল ম্যাকবুক ও অন্যান্য পণ্য | ছবি: সংগৃহীত
0

অ্যাপলের নতুর সিলিকন বা প্রসেসর শিগগিরই অ্যাসেম্বলি লাইনে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান এ তথ্য জানিয়েছেন। সে হিসেবে কোম্পানিটি পরবর্তী প্রজন্মের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার ও ম্যাক মনিটরের ব্যাপক উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। খবর এনগ্যাজেটের।

মার্ক গুরম্যান আরও জানান, নতুন চিপসেটযুক্ত উন্নত এসব পণ্য চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসতে পারে। এদিকে চলতি বছরের শুরুতে তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল হয়তো এমফাইভ ম্যাকবুক প্রোর উৎপাদন শুরু করতে পারে।

তবে সার্বিকভাবে অ্যাপল যে তার গতানুগতিক ডিভাইস রিলিজ শিডিউলেই কাজ করছে তা নিশ্চিত করেছেন প্রযুক্তিবিদরা। তবে জুলাইয়ের নিউজলেটারে গুরম্যান জানিয়েছিলেন যে, অ্যাপল বর্তমানে আগামী বছরের শুরুতে ম্যাকবুক প্রো উন্মোচনের জন্য কাজ করছে।

প্রযুক্তিবিদদের মতে, নতুন ম্যাকবুক ছাড়াও তারা দুটি ম্যাক মনিটর বাজারে আসার বিষয়েও আশাবাদী। যেগুলোতে স্টুডিও ডিসপ্লে থাকবে। ২০২২ সালের মার্চে অ্যাপল প্রথম এ ধরনের ডিসপ্লে বাজারে এনেছিল।

এএইচ