মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজার স্কুলে ইসরাইলি হামলায় ১৫ শিশুসহ ৩০ জনের প্রাণহানি

গাজার দিয়ের আল-বালাহ অঞ্চলের একটি স্কুলে ইসরাইলি হামলায় ১৫ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। স্কুলটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

হামলার পর আহতদের দ্রুত আল আকসা হাসপাতালে নেয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল সংকট থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালটির স্বাস্থ্যকর্মীরা।

এদিকে ইসরাইল অধিকৃত মাজদাল শামস এলাকার, গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ অন্তত ১২ জন তরুণ নিহত হয়েছে।

এই হামলার সাথে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িত ছিল- এমন দাবি ইসরাইলের। যদিও হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের বর্বর হামলার নিন্দা জানান লেবাননে নিযুক্ত জাতিসংঘের কর্মকর্তারা।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর