অক্টোবরে গাজা যুদ্ধবিরতি কার্যকরের পর বিভিন্ন অজুহাতে উপত্যকাটিতে অন্তত ৭৩৮ বার হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ সময়ে প্রাণ হারান ৩৭৭ ফিলিস্তিনি।
আরও পড়ুন:
এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানায়, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকলেও, এখনও কিছু বিষয়ে বিতর্ক রয়ে গেছে। এর আগে, শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শর্তে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও যুদ্ধ-বিধ্বস্ত উপত্যকাটির নিরাপত্তায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।





