গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উৎপাদনকারী কোম্পানি এনভিডিয়াকে পণ্য সরবরাহ করে থাকে এসকে হাইনিক্স।
গত সপ্তাহে প্রকাশিত আয় প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৮ সালের প্রথমবারের মতো হাইনিক্সের আয় বেড়েছে। এছাড়াও এআই চিপের চাহিদা বৃদ্ধির বিষয়েও জানিয়েছে কোম্পানি।
২০১৯ সাল থেকেই কোম্পানিটি সিউলের কাছাকাছি চারটি নতুন চিপ প্ল্যান্টে বিনিয়োগ করার কথা ভাবছে।
কোম্পানির উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রধান কিম ইয়াং সিক বলেন, ‘দীর্ঘ মেয়াদে হাইনিক্সের প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে ইয়ঙ্গিনের ক্লাস্টার মূল কেন্দ্র হিসেবে কাজ করবে।’
এক রেগুলেটরি ফাইলিংয়ে কোম্পানি জানায়, এআই সেমিকন্ডাক্টরের পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিতে এ বিনিয়োগ করা হচ্ছে। বিবৃতিতে হাইনিক্স জানায়, ৪২ লাখ বর্গমিটার এলাকা জুড়ে কোম্পানির চারটি চিপ প্ল্যান্ট তৈরি করা হবে এবং পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদনে কাজ চলবে।
কোম্পানির তথ্যানুযায়ী, ২০২৮ সালের শেষ নাগাদ প্রথম প্ল্যান্টের নির্মাণ শেষ হবে। এছাড়াও এ সময়ের মধ্যে পানি, বিদ্যুৎ, ব্যবসায়িক কার্যক্রম ও ওয়েলফেয়ার সুবিধা দেয়া হবে। এখানে মিনি ফ্যাব বা একটি গবেষণাগারও থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখানে ৩০০ মিলিমিটারের সিলিকন ওয়াফার তৈরি করা হবে। এর ফলে অভ্যন্তরীণ পর্যায়ে ব্যবহৃত চিপ তৈরির উপাদান ও পণ্য বাজারজাতের আগে পরীক্ষা করা যাবে।
অন্যদিকে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে অ্যাডভান্সড প্যাকেজিং প্ল্যান্ট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নির্মাণে কোম্পানি ৩৮৭ কোটি ডলার বিনিয়োগ করেছে। এরপরই নতুন এ বিনিয়োগ পরিকল্পনার তথ্য প্রকাশ্যে এলো। —রয়টার্স