বিদেশে এখন
0

দক্ষিণ কোরিয়ায় স্মরণকালের ভয়াবহ তুষারপাত

দক্ষিণ কোরিয়ায় স্মরণকালের ভয়াবহ তুষারপাত হয়েছে। এক শতকে এত তুষারপাত দেখেনি রাজধানী সিউল।

নভেম্বরের অতিরিক্ত তুষারপাতে সাদা শুভ্র চাদরে ঢাকা পড়েছে রাজধানী সিউল। চলতি বছরের শীত মৌসুমের প্রথম তুষারপাতে বুধবারই পড়েছে সাড়ে ১৬ সেন্টিমিটার তুষার।

এর আগে সবশেষ ১৯৭২ সালের নভেম্বরে হয়েছিল ১২ সেন্টিমিটারের তুষারপাত। ১৯০৭ সালের পর সিউলে এই তুষারপাত সর্বোচ্চ।

তুষারপাতে দেশজুড়ে ২ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। বন্দরে আটকা পড়েছে ৯০ টি ফেরি। নিরাপত্তা কর্মীরা পুরু তুষারের স্তর সরাতে কাজ করছে।

ইএ