যুদ্ধবিমান, সমুদ্রপথে নজরদারি করতে সক্ষম এমন এয়ারক্রাফট ও যুক্তরাষ্ট্রের 'নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার' নিয়ে গেল সপ্তাহে 'ফ্রিডম এজ' নামে একটি ত্রিপক্ষীয় মহড়া চালায় ওয়াশিংটন, সিউল ও টোকিও।
প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় যে বা যারা রিপাবলিক অব কোরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির ছক কষছেন তাদের সাথে সশস্ত্র বিরোধে যেতে প্রস্তুত পিয়ংইয়ং।
উত্তর কোরিয়াকে উসকানি দিলে কোরিয়ান পেনিনসুলায় যুদ্ধ বাঁধতে পারে এমন হুঁশিয়ারিও দিচ্ছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।
এছাড়া, পিয়ংইয়ং আগামীতেও যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া জোটের গতিবিধি নজরে রাখবে বলে জানাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, কেএনসিএ।