মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

গাজা ও লেবাননে অভিযান জোরদারের পাল্টা জবাব হিসেবে ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ১০ জনের বেশি ইসরাইলি আহতের পাশাপাশি তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমনকি হিজবুল্লাহর হামলায় লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে দখলদার বাহিনী পিছু হটেছে বলেও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রস্তাবে বারবার ভেটো দিয়ে জাতিসংঘের বৈধতাকে যুক্তরাষ্ট্র হুমকিতে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিমান হামলা চালিয়ে বৈরুতে ২৯ জনকে হত্যার পর রোববার (২৪ নভেম্বর) ইসরাইলকে জবাব দিতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠে ইসরাইলি ভূখণ্ড।

হিজবুল্লাহর ছোড়া ৩৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের কাছাকাছি থাকা একটি এলাকার। এমনকি লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা এবং দক্ষিণের আশদোদ নৌ ঘাঁটি। এতে অনেক ভবন ও গাড়িতে গিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানায় নিহত না হলেও অনেক ইসরাইলির গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় একজন বলেন, ‘শুধু এখানেই ছয়জন আহত হয়েছেন। যাদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন দগ্ধ হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অন্য পাঁচজন সামান্য আহত হয়েছেন।’

লেবাননে আগ্রাসন চালাতে যাওয়া ইসরাইলি সেনাদেরও নাস্তানাবুদ করে তুলছে হিজবুল্লাহ। রোববার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এর মধ্য দিয়ে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে লড়াই উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরাইলও। হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকায় চালানো হচ্ছে প্রাণঘাতি হামলা। এতে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে প্রাণহানি বেড়ে তিন হাজার ৭৫০ ছাড়িয়েছে।

এ অবস্থায় যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এমনকি লেবাননের সশস্ত্র বাহিনীর জন্য ২০ কোটি ইউরো সহায়তার আশ্বাস দিলেন তিনি। তবে তার আগে দেশের জনগণের মাঝে শান্তি ফেরাতে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জোসেপ বোরেল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, 'আমাদের অবশ্যই ইসরাইলি সরকারকে চাপ দিতে হবে এবং যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হিজবুল্লাহর ওপরও চাপ বজায় রাখতে হবে।'

এদিকে গাজায়ও আগ্রাসন বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। গাজার উত্তরে থাকা কামাল আদওয়ান হাসপাতালসহ বেশ কয়েকটি আশ্রয় শিবিরে চালানো হয়েছে বর্বর হামলা। গাজাবাসীর মানবিক সংকটও চরমে। এমন পরিস্থিতিতেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দিয়ে জাতিসংঘের বৈধতাকে যুক্তরাষ্ট্র হুমকিতে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ঝু ইয়ংবিয়াও বলেন, ‘যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়ে জাতিসংঘের বৈধতা এবং কর্তৃত্বকেও ক্ষতিগ্রস্ত করেছে। যার কারণে সংস্থাটির পক্ষে প্রধান আঞ্চলিক সংঘাত এবং ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বের মতো আন্তর্জাতিক ঘটনা মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা কঠিন হয়ে পড়েছে। একইভাবে এই ভেটোগুলো আন্তর্জাতিক শাসন ব্যবস্থাকেও ক্ষুণ্ন করেছে।’

এমন উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে এক ইসরাইলি নাগরিককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা সন্দেহভাজন হওয়ায় অভিযুক্তদের বিস্তারিত তথ্য তুলে ধরেনি সংযুক্ত আরব আমিরাত।

গাজায় ১৩ মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালালেও ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে সংযুক্ত আরব আমিরাত। সম্পর্কে ফাঁটল ধরাতেই দেশটিতে ইহুদিবিরোধী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘হত্যাকারীদের বিচারের জন্য আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করব। আমাদের শান্তির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টাকে রুখে দিয়ে আমরা আমাদের সম্পর্ক জোরদারে আরও কাজ করব।’

এসএস