মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ড্রোন-যুদ্ধবিমান দিয়ে শরণার্থী শিবির রাফাহতে হামলা

হেলিকপ্টার, ড্রোন আর যুদ্ধবিমান দিয়ে লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়কেন্দ্র শরণার্থী শিবির রাফাহতে হামলা করছে ইসরাইল।

অন্যান্য শরণার্থী শিবিরেও অব্যাহত আছে আইডিএফের হামলা। শিশুদের জন্য ক্ষতিকারক দেশের কালো তালিকায় ইসরাইলকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হতাশা প্রকাশ করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি অদূর ভবিষ্যতে কার্যকর হবে কি না সে বিষয়ে সন্দিহান তিনি। তবে রাফাহ থেকে হামলা চালালে ইসরাইলে সামরিক সহায়তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাইডেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাফাহতে বড় ধরনের অভিযান দেখছে না যুক্তরাষ্ট্র। অথচ জাতিসংঘ বলছে, রাফাহ থেকে ১০ লাখের বেশি মানুষ বাধ্য হয়ে অন্য স্থানে যাচ্ছে, যেখানে চরম খাদ্য ও পানির সংকট।

এসএস