বাংলাদেশ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। এদিকে নেদারল্যান্ডস একাদশে এসেছে একটি পরিবর্তন। তেজা নিদামানুরুর পরিবর্তে নেদারল্যান্ডস দলে দেখা যাবে স্পিনার আরিয়ান দত্তকে।
এই ম্যাচ জয় পেলে সুপার এইটে এক পা দেয়া হয়ে যাবে বাংলাদেশের। ডাচদের সমীকরণটাও একই। আর সে কারণে তারাও চাইবে ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যেতে।
গ্রুপপর্বে এখন পর্যন্ত দু’দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে একটি করে জয় পেয়েছে উভয়ই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে নেপালের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ডাচরা বাংলাদেশের মতোই নিজেদের শেষ ম্যাচে হেরেছে প্রোটিয়াদের বিপক্ষে।