দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল

অক্ষর প্যাটেল
অক্ষর প্যাটেল | ছবি: সংগৃহীত
0

অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

বিসিসিআই জানিয়েছে, হাসপাতালে পরীক্ষা শেষে অক্ষর প্যাটেল লক্ষ্ণৌতে দলের সাথেই রয়েছেন। ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টিতেও ছিলেন না তিনি। ব্যক্তিগত কারণে সেই ম্যাচে ছিলেন না জাসপ্রিত বুমরাহ। তাদের পরিবর্তে কুলদিপ যাদব ও হারশিত রানা তৃতীয় ম্যাচে খেলেছেন এবং ম্যাচটিতে ৭ উইকেটে জয় পায় ভারত।

এদিকে শাহবাজ যদি এই ম্যাচে একাদশে জায়গা পান তাহলে ভারতের হয়ে তিন নম্বর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নামা হবে তার। শেষবার ২০২৩ সালে এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন শাহবাজ আহমেদ।

এএইচ