দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ, খেলবেন হোবার্টে

হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে রিশাদ হোসেনের
হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে রিশাদ হোসেনের | ছবি: রিশাদের ফেসবুক
0

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আসন্ন আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে তার দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে তার।

সবকিছু ঠিক থাকলে দলের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে রিশাদের অভিষেক হতে পারে বেলেরিভ ওভালে।

বিগ ব্যাশে হোবার্টের জার্সিতে খেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এ লেগ স্পিনার। দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলবেন তিনি।

আরও পড়ুন:

এর আগে, ২০১৩-১৪ আসরে অস্ট্রেলিয়ার এ ফ্রাঞ্জাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। অ্যাডিলেইড স্ট্রাইকার্সে বদলি খেলোয়াড় হিসেবে দুই ম্যাচে মাঠে নামেন সাকিব।

এর পরের মৌসুমে মেলবোর্ন রেনিগেডসের হয়ে চার ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। আসন্ন মৌসুমে রিশাদ ছাড়াও হোবার্ট দলে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ডের রেহান আহমেদ এবং পেসার ক্রিস জর্দান।

এসএইচ