২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, দেখে নিন কবে কার খেলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো | ছবি: এখন টিভি
3

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। আইসিসি ইতিমধ্যেই টুর্নামেন্টের ২০টি দলের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। তবে এবারের আসরের সবচেয়ে বড় চমক ও হতাশার খবর হলো—সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগারদের অনুপস্থিতিতে ঘোষিত এই সূচিতে ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘সি’ গ্রুপে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে নেপাল ও নবাগত ইতালি। এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বমঞ্চের রোমাঞ্চকর সব লড়াই। দেখে নিন কোন গ্রুপে কারা লড়বে এবং টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোন গ্রুপে কোন দল, এক নজরে

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2026) জন্য ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম পর্বের গ্রুপিং নিচে তালিকা আকারে দেয়া হলো:

গ্রুপ (Group) দলসমূহ (Teams)
গ্রুপ A ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ B অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ C ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, স্কটল্যান্ড
গ্রুপ D দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফিক্সচার |ছবি : সংগৃহীত

আরও পড়ুন:

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের  গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি (T20 World Cup 2026 Schedule)

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2026 schedule, T20 World Cup 2026 venue,) পূর্ণাঙ্গ সূচি (T20 World Cup Group Stage, T20 World Cup Super 8, এবং T20 World Cup Knockout) একসাথে নিচে তুলে ধরা হলো।

গ্রুপ পর্বের সূচি (Group Stage: February 7 – February 20)

তারিখ (২০২৬) ম্যাচ ভেন্যু সময় (স্থানীয়)
৭ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম নেদারল্যান্ডসকলম্বো (SSC)সকাল ১১:০০টা
৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডকলকাতাদুপুর ৩:০০টা
৭ ফেব্রুয়ারিভারত বনাম যুক্তরাষ্ট্রমুম্বাইসন্ধ্যা ৭:০০টা
৮ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানচেন্নাইসকাল ১১:০০টা
৮ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম নেপালমুম্বাইদুপুর ৩:০০টা
৮ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডকলম্বো (RPS)সন্ধ্যা ৭:০০টা
৯ ফেব্রুয়ারিস্কটল্যান্ড বনাম ইতালিকলকাতাসকাল ১১:০০টা
৯ ফেব্রুয়ারিজিম্বাবুয়ে বনাম ওমানকলম্বো (SSC)দুপুর ৩:০০টা
৯ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম কানাডাআহমেদাবাদসন্ধ্যা ৭:০০টা
১০ ফেব্রুয়ারিনেদারল্যান্ডস বনাম নামিবিয়াদিল্লিসকাল ১১:০০টা
১০ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম ইউএই (UAE)চেন্নাইদুপুর ৩:০০টা
১০ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রকলম্বো (SSC)সন্ধ্যা ৭:০০টা
১১ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানআহমেদাবাদসকাল ১১:০০টা
১১ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ডকলম্বো (RPS)দুপুর ৩:০০টা
১১ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজমুম্বাইসন্ধ্যা ৭:০০টা
১২ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম ওমানক্যান্ডিসকাল ১১:০০টা
১২ ফেব্রুয়ারিনেপাল বনাম ইতালিমুম্বাইদুপুর ৩:০০টা
১২ ফেব্রুয়ারিভারত বনাম নামিবিয়াদিল্লিসন্ধ্যা ৭:০০টা
১৩ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়েকলম্বো (RPS)সকাল ১১:০০টা
১৩ ফেব্রুয়ারিকানাডা বনাম ইউএই (UAE)দিল্লিদুপুর ৩:০০টা
১৩ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডসচেন্নাইসন্ধ্যা ৭:০০টা
১৪ ফেব্রুয়ারিআয়ারল্যান্ড বনাম ওমানকলম্বো (SSC)সকাল ১১:০০টা
১৪ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম স্কটল্যান্ডকলকাতাদুপুর ৩:০০টা
১৪ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাআহমেদাবাদসন্ধ্যা ৭:০০টা
১৫ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালমুম্বাইসকাল ১১:০০টা
১৫ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্র বনাম নামিবিয়াচেন্নাইদুপুর ৩:০০টা
১৫ ফেব্রুয়ারিভারত বনাম পাকিস্তানকলম্বো (RPS)সন্ধ্যা ৭:০০টা
১৬ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম ইউএই (UAE)দিল্লিসকাল ১১:০০টা
১৬ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম ইতালিকলকাতাদুপুর ৩:০০টা
১৬ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাক্যান্ডিসন্ধ্যা ৭:০০টা
১৭ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম কানাডাচেন্নাইসকাল ১১:০০টা
১৭ ফেব্রুয়ারিআয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়েক্যান্ডিদুপুর ৩:০০টা
১৭ ফেব্রুয়ারিস্কটল্যান্ড বনাম নেপালমুম্বাইসন্ধ্যা ৭:০০টা
১৮ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম ইউএই (UAE)দিল্লিসকাল ১১:০০টা
১৮ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম নামিবিয়াকলম্বো (SSC)দুপুর ৩:০০টা
১৮ ফেব্রুয়ারিভারত বনাম নেদারল্যান্ডসআহমেদাবাদসন্ধ্যা ৭:০০টা
১৯ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালিকলকাতাসকাল ১১:০০টা
১৯ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়েকলম্বো (RPS)দুপুর ৩:০০টা
১৯ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম কানাডাচেন্নাইসন্ধ্যা ৭:০০টা
২০ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম ওমানক্যান্ডিসন্ধ্যা ৭:০০টা

*সব ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা আইসিসি-র অফিশিয়াল শিডিউল অনুযায়ী।

আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বের সূচি (Super 8 Stage: February 22 – March 1)

তারিখ ম্যাচ ভেন্যু সময় (স্থানীয় সময়)
২২ ফেব্রুয়ারি Y1 বনাম Y4 ক্যান্ডি বিকাল ৩:০০টা
২২ ফেব্রুয়ারি X1 বনাম X4 আহমেদাবাদ সন্ধ্যা ৭:০০টা
২৩ ফেব্রুয়ারি X2 বনাম X3 মুম্বাই সন্ধ্যা ৭:০০টা
২৪ ফেব্রুয়ারি Y1 বনাম Y3 ক্যান্ডি সন্ধ্যা ৭:০০টা
২৫ ফেব্রুয়ারি Y2 বনাম Y4 আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো সন্ধ্যা ৭:০০টা
২৬ ফেব্রুয়ারি X3 বনাম X4 আহমেদাবাদ বিকাল ৩:০০টা
২৬ ফেব্রুয়ারি X1 বনাম X2 চেন্নাই সন্ধ্যা ৭:০০টা
২৭ ফেব্রুয়ারি Y1 বনাম Y2 আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো সন্ধ্যা ৭:০০টা
২৮ ফেব্রুয়ারি Y3 বনাম Y4 ক্যান্ডি সন্ধ্যা ৭:০০টা
০১ মার্চ X2 বনাম X4 দিল্লি বিকাল ৩:০০টা
০১ মার্চ X1 বনাম X3 চেন্নাই সন্ধ্যা ৭:০০টা

আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের সূচি (Knockout Stage: March 4 – March 8)

তারিখ (২০২৬) ম্যাচ ভেন্যু সময় (স্থানীয়)
০৪ মার্চ ১ম সেমি-ফাইনাল TBC (মুম্বাই/কলম্বো) TBC
০৫ মার্চ ২য় সেমি-ফাইনাল TBC (কলকাতা/কলম্বো) TBC
০৮ মার্চ ফাইনাল (GRAND FINAL) TBC (আহমেদাবাদ/কলম্বো) TBC

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কীভাবে কিনবেন |ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কীভাবে কিনবেন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ ১০০ রুপি থেকে, টাইগারদের খেলায় কত খরচ?

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার আগে থেকেই দর্শকদের জন্য উন্মুক্ত হলো টিকিট কেনার সুযোগ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এ মেগা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এখনও প্রায় দুই মাস বাকি থাকলেও, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনলাইনে টিকিট সংগ্রহ ও মূল্য:

আগ্রহী দর্শকরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট,-এ গিয়ে অনলাইনে সহজেই টিকিট কিনতে পারবেন।

ভেন্যু অনুযায়ী সর্বনিম্ন মূল্য:

ভারতের ভেন্যু: ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ রুপি (যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৬ টাকা)।

শ্রীলঙ্কার ভেন্যু: শ্রীলঙ্কার ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার শ্রীলঙ্কান রুপি (যা প্রায় ৪০০ টাকা)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি |ছবি : সংগৃহীত

বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম:

গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের (প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি) ম্যাচের টিকিটের দাম ভিন্ন ভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে:

  • ১০০ রুপি: গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধু ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ রুপিতে।
  • ২৫০ রুপি: নেপাল ম্যাচের টিকিট পেতে খরচ হবে সর্বনিম্ন ২৫০ রুপি।
  • ৩০০ রুপি: এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোয় পাকিস্তান ও নেদারল্যান্ডস মাঠে নামবে। একই দিনে কলকাতায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর-FAQ

প্রশ্ন: ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে শুরু হবে?

উত্তর: টুর্নামেন্টটি ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ফাইনাল ম্যাচটি ২০২৬ সালের ৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: এই মেগা টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে?

উত্তর: এই আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কোন কোন দল আছে?

উত্তর: বাংলাদেশ 'সি' গ্রুপে রয়েছে। এই গ্রুপের অন্য দলগুলো হলো: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ কবে?

উত্তর: ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোন কোন দল খেলবে?

উত্তর: উদ্বোধনী দিন, ৭ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম যুক্তরাষ্ট্রের খেলা রয়েছে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে এবং কার সাথে?

উত্তর: বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়।

প্রশ্ন: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে।

প্রশ্ন: বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো কোন কোন ভেন্যুতে খেলবে?

উত্তর: বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি খেলবে কলকাতায় এবং একটি ম্যাচ খেলবে মুম্বাইয়ে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালগুলো কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: সেমি-ফাইনাল ম্যাচগুলো ৪ মার্চ এবং ৫ মার্চ, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন: সুপার ৮ পর্বে মোট কয়টি গ্রুপ থাকবে?

উত্তর: সুপার ৮ পর্বে উত্তীর্ণ দলগুলোকে দুটি গ্রুপে (X এবং Y) ভাগ করা হবে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি কি শুরু হয়েছে?

উত্তর: হ্যাঁ, ১১ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রশ্ন: বাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম কত?

উত্তর: বাংলাদেশের ইতালি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ১০০ রুপি। অন্য ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন ২৫০ থেকে ৩০০ রুপি খরচ করতে হবে।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে কোন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে?

উত্তর: ভারতে এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্ব সাধারণত স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে থাকে (যদিও অফিসিয়াল ঘোষণা প্রয়োজন)। বাংলাদেশে টি-স্পোর্টস বা গাজী টিভিতে সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে।

এসআর