এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। যেখানে লিটন দাসদের সঙ্গী ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল। কলকাতায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এবং ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি এবং মুম্বাইয়ে বাংলাদেশ ও নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২৫০ রুপি।
আরও পড়ুন:
তবে কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ১০০ রুপি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০ ওভারের ক্রিকেটের এ বিশ্বকাপ।
৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এ আসরের পর্দা নামবে। ২০ দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে মোট ৫৫ ম্যাচ। ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হওয়ার আশা করছে আইসিসি।





