কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হলেও বিপিএলের লিগ পর্বে প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির ব্যাটার জাকের আলী অনিক জানালেন, প্রতিটি ম্যাচের গুরুত্বই তাদের কাছে সমান। অন্যদিকে কোয়ালিফায়ার নিশ্চিত না হওয়ায় কুমিল্লার বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না ফরচুন বরিশাল।
কয়েকদিন আগে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে ছিল দলটির ঐচ্ছিক অনুশীলন।
এদিন ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ বিদেশি খেলোয়াড়কে অনুশীলনে দেখা যায়নি। হয়তো লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচটা নিয়মরক্ষার হওয়ায় বিশ্রামে কাটিয়েছেন রাসেল-নারিনরা। তবে সেরা চারে খেলা নিশ্চিত হলেও প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ ভিক্টোরিয়ান্স। শুক্রবার দুপুরে ফরচুন বরিশালের মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ব্যাটার জাকের আলী বলেন, ‘অনুশীলন সবাই সিরিয়াস করে। আমরা সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করি।’
পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকলেও তামিম-মুশফিক-রিয়াদদের কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়নি। ফলে তারকাখচিত দলটির জন্য ম্যাচ জেতা বড্ড জরুরী। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে অনুশীলনেও বেশ সিরিয়াস ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। তবে মাঠে আসলেও অনুশীলন করতে দেখা যায়নি ফরচুনের অধিনায়ক তামিম ইকবালকে।
ফরচুন বরিশালের স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘কনফিডেন্স নিয়ে খেললে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। কালই আমাদের খেলা, তাই রিলাক্স হওয়ার কোন সুযোগ নেই।’
শেষ চারে টিকে থাকতে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট যে সেরা একাদশই মাঠে নামাবে, তা বলাই যায়।