আজ সকাল থেকে কাচবসাইর, মোহাম্মদপুর, শ্রীপুরসহ বিভিন্ন গ্রামে পথসভা ও শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন, অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন, এ নির্বাচন টেন্ডারবাজ থেকে বেরিয়ে আসার নির্বাচন।’
আরও পড়ুন:
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটা পক্ষ ক্ষমতার আগেই ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে। ক্ষমতা পাইলে এদের আসল রূপ বের হয়ে আসবে। যারা ক্ষমতা না থাকলে বিনয়ী হয়, আর ক্ষমতা পাইলে উদভ্রান্তের মত হয়ে যায় তারা প্রকৃত ভালো মানুষ না। একটা মানুষ খারাপ না ভালো সেটা বোঝার জন্য তাকে ক্ষমতা দিতে হয়।’
তিনি বলেন, ‘কিছু মানুষ ভোটের জন্য সাদা টুপি পাঞ্জাবি পরে ভোটারদের কাছে ছুটে যায়, এটা হচ্ছে অভিনয়। দেখতে হবে প্রার্থী তার প্রকৃত রূপটা ভোটারদের সামনে দেখাচ্ছে কি না।’
এনসিপির এ নেতা বলেন, ‘যারা নদী থেকে মাটি কাটছে, ব্রিকফিল্ডের মালিক ও প্রভাবশালীরা প্রার্থীদের পেছনে বিনিয়োগ শুরু করেছে। চেয়ারম্যান প্রার্থীরা টাকা দিতেছে। দিন শেষে ভোটটা আর জনগণের কাছে থাকে না। এসব চাঁদাবাজ টেন্ডারবাজ সুবিধা বাদীদের ওপর আমি নির্ভর করবো না। হারাম টাকার ওপর নির্ভর না করে খেটে খাওয়া মানুষের ওপর আমি নির্ভর করবো।’




