আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু হয়। বাস মালিকরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুর রুটে আইদি পরিবহনের রুট পারমিট না থাকায় বাস বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছেন তারা।
আরও পড়ুন:
তবে শ্রমিকরা পাল্টা অভিযোগ করে বলেন, ‘মালিকদের দ্বন্দ্ব শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে।’
এদিকে বাস বন্ধ থাকায় সড়কে বের হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জেলার জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাসস্ট্যান্ডে আটকে পড়েন হাজারও যাত্রী। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে যেতে হয় যাত্রীদের।





