গণমানুষের খেলাকে বেশি গুরুত্ব দেয়া হবে: আসিফ নজরুল

মতবিনিময় সভা
মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

দেশের ৫৫ ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের দিকে সমভাবে মনোযোগ দেয়া হয়নি বিগত সময়ে। যে কারণে নিজের মেয়াদকালে পদক জয়ী অ্যাথলিটদের থেকেও গণমানুষের খেলাকে বেশি গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রথমবার এনএসসিতে এসে দশটিরও বেশি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শোনেন সবার সমস্যা।

হাতে সময় মাত্র দুমাস এর মধ্যে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। তবে সেই চ্যালেঞ্জ সামাল দিতে দেশের ৫৫ ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে প্রথম দফায় মাত্র দশের অধিক ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বসেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একে একে সবার সমস্যার কথা শুনার পাশাপাশি কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতির জবাবও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

খেলাপ্রেমী এ উপদেষ্টার কাছে শিরোপা আসা ইভেন্টের থেকেও সাধারণ মানুষের পছন্দের খেলা গুরুত্ব বেশি পাচ্ছে। এছাড়া নিজের দায়িত্বের মেয়াদকাল স্বল্প সময় হওয়ায় পিছিয়ে যাওয়া ফেডারেশন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নতুন এ ক্রীড়া উপদেষ্টা।

যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বিভিন্ন যে ফেডারেশন আছে , এখানে যে অতিথির মনোযোগ দেয়া হয়েছে, সেখানে সব জায়গায় সমানভাবে মনোযোগ দেয়া হয়নি। কিছু কিছু ফেডারেশন কম গুরুত্ব পেয়েছে। কারও কারও কারও ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে। এখানে একটি খেলা হয়তো আমাদের ইন্টারন্যাশনালে সাকসেস হয়তো খুব কম সেগুলো আমাদের প্রমোট করতে হবে।’

এদিকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতে এনএসসির উদ্যোগে বিকেএসপিতে সেন্টার অব এক্সিলেন্স করার পরিকল্পনার কথা জানান আসিফ নজরুল।

আরও পড়ুন:

আসিফ নজরুল আরও বলেন, ‘বিকেএসপি অসাধারণ একটি প্রতিষ্ঠান। এখান থেকে বের হয়ে অনেক ট্যালেন্ট হারিয়ে যায়। তাদের ধরে রাখা যায় নাকি, তাদের সঙ্গে ক্লাবগুলোর ব্রিজ করা যায় নাকি তা দেখতে হবে। পার্বত্য জেলা থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা আসছে ফুটবল- ক্রিকেটসহ বিভিন্ন খেলায় আসে সেখানে অবকাঠামো নির্মাণ করা যায় নাকি চিন্তা করছি।’

এদিকে নতুন এ উপদেষ্টার সঙ্গে আলাপে বেশ সন্তুষ্ট ফেডারেশনের কর্মকর্তারা। খেলাকে এগিয়ে নিতে তাদের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার সমীকরণ এবার মিলবে বলেও আশাবাদী দায়িত্বপ্রাপ্তরা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘আমাদের এসএ গেমসটি হচ্ছে না। আমরা ট্রেনিং মোটামুটি বন্ধ করে দিয়েছি। আমাদের পেমেন্ট এখনো করা হয়নি। স্যার বলেছেন অর্থ মন্ত্রণালয়ে তিনি পার্সোনালি বলবেন দ্রুত ছাড় দেয়ার জন্য।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলকুল বলেন, ‘পূর্বের যে উপদেষ্টা ছিলেন তার যে কার্যক্রম ছিলো তা কন্টিনিউ করবেন তার প্ল্যান দেখেছি। আমরা এতে খুবই ইমপ্রেস্ট।’

এদিকে দ্বিতীয় দফায় বাকি ফেডারেশনের সঙ্গে দ্রুতই বসার পরিকল্পনা রয়েছে ক্রীড়া উপদেষ্টার।

এফএস