আইপিএলের পুরো আসরে খেলার সুযোগ পাচ্ছেন না মোস্তাফিজ: নাজমুল আবেদিন

ক্রিকেটার মোস্তাফিজুর রহমান
ক্রিকেটার মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

আইপিএলের পুরো আসরে খেলার সুযোগ পাচ্ছেন না রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে যাওয়া মোস্তাফিজুর রহমান। ছাড়পত্র পেলেও, আইপিএল চলাকালে দেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলতে হবে তাকে। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০২৬ আইপিএলের মিনি নিলামে রেকর্ড দামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারের ৬ষ্ঠ দল হিসেবে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন মোস্তাফিজ। এবার সেই তালিকায় যুক্ত হলো কলকাতা।

আইপিএলে মোস্তাফিজ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। কিন্তু জাতীয় দলের সূচি আর বোর্ডের সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো আসরে তার ছাড়পত্র পাওয়া নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

আরও পড়ুন:

জানা গেছে, এবারও পুরো আইপিএলের জন্য ছাড়পত্র পাচ্ছেন না ফিজ।

বিসিবি ক্রিকেট অপারেসন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পুরো আইপিএলে থাকবে না। মাঝখানে আমদের একটি সিরিজ আছে ওকে আমরা ৮ থেকে ১০ দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ড সিরিজে আমরা ওকে রাখব।’

কলকাতা শিবিরে মোস্তাফিজকে দেখা হচ্ছে ডেথ ওভারের বড় অস্ত্র হিসেবে। তার বৈচিত্র্যময় কাটার আর অভিজ্ঞতা দলের বোলিং আক্রমণকে দেবে নতুন মাত্রা।

এফএস