
ট্রাম্পকে বন্দি করার আহ্বান জো বাইডেনের
গণতন্ত্রের প্রতি হুমকি বিবেচনায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কারাবন্দি করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মার্কিন রাজনীতির আলাপ থেকে মতাদর্শ ও জাতিগত বিভেদ স্থায়ীভাবে দূর করতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা। যদিও নির্বাচনের ১৪দিন আগে প্রচারে অনুপস্থিতির কারণে তাকে অলস ও নিম্ন বুদ্ধিমত্তার মানুষ আখ্যা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন মুল্লুকে স্যুইং স্টেটগুলোতে এগিয়ে কে?
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। আর অযোগ্য অথবা শ্রেষ্ঠ নেতা, যেকোনো একজনকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আসন্ন নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে স্যুইং স্টেটে জোর প্রচারণায় একে অপরকে ঘায়েল করে বক্তব্য রাখছেন দুই প্রার্থী। এদিকে দেশজুড়ে প্রায় দেড় কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

সুইং স্টেটগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন কামালা ও ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১৫ দিন হাতে রেখে সুইং স্টেটগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার ম্যাকডোনাল্ডসের গ্রাহকদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ট্রাম্প ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেন। আর জর্জিয়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সমর্থকদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন কামালা। এসময় তিনি ইঙ্গিত দেন, ট্রাম্প ক্ষমতায় এলে দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

জনমত জরিপেও কামালার কাছাকাছি ট্রাম্প
আগাম ভোটগ্রহণের মাত্র কয়েকদিনে প্রায় ৮০ লাখ ভোটই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি হবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জনমত জরিপেও কামালার সঙ্গে ব্যবধান ২ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। এদিকে, জর্জিয়ার এক নির্বাচনী সভায় কামালা জানান, নারীদের গর্ভপাতের স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার নেই সরকারের। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হওয়ায় কামালা গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি ডোনাল্ড ট্রাম্পে।

প্রেসিডেন্ট নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-কামালার নানান প্রতিশ্রুতি
ব্যাটেলগ্রাউন্ড স্টেট মিশিগানে একই সঙ্গে প্রচারণায় ব্যস্ত দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী। ডেট্রোয়েটে নির্বাচনী সভায় অংশ নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে পুনর্জন্ম ঘটবে শহরটির। অন্যদিকে গ্র্যান্ড র্যাপিডসে বক্তৃতায় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস জানান, জয়ী হলে অঙ্গরাজ্যটিতে বাড়ানো হবে দক্ষতা নির্ভর চাকরির বাজার। প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণে অযোগ্য মন্তব্য করে একে অপরকে আক্রমণ করেন দুই প্রার্থী।

সঞ্চালকের সাথে বাকবিতণ্ডা কামালা হ্যারিসের
প্রেসিডেন্ট নির্বাচিত হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে নিজের কাজের ধরন একেবারেই ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এমনকি বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার সময় সঞ্চালকের সাথে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। অন্যদিকে জয়ের জন্য তুরুপের তাস হিসেবে অভিবাসী বিরোধী অবস্থান আরও জোরালো করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীরা অন্যের পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলে- এমন বিতর্কিত মন্তব্যের পর আবারও এর সাফাই গাইলেন তিনি।

অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে আবারো মুখোমুখি ট্রাম্প-কামালা
আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ফেডারেল ঋণের বোঝা কমাতে রিপাবলিকানদের নীতি কার্যকরী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বাণিজ্য নীতি ও অর্থনীতি বিষয়ক প্রস্তাবনা ফেডারেল সরকারের ওপর ঋণের বোঝা বাড়াবে ডেমোক্র্যাটদের এমন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। আর রেডিও'র জনপ্রিয় উপস্থাপক সারলামেন দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, মার্কিন অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই হবে তার প্রধান লক্ষ্য।

কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সমর্থনে কামালার নতুন প্রস্তাব
নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর শতভাগ সমর্থন নিশ্চিতের লক্ষ্যে গতকাল (সোমবার) নতুন একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। বিশ্লেষকরাও বলছেন, কৃষ্ণাঙ্গদের সমর্থন অর্জন করতে হবে কামালাকে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জনসমর্থন কমছে কামালা হ্যারিসের
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ সময়ে এসে জনসমর্থন কমছে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের। একের পর এক জরিপে ব্যবধান কমিয়ে তাকে ছুঁতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষণে উঠে আসছে, দেশকে নিয়ে ট্রাম্পের কট্টর জাতীয়বাদী দর্শন চাপ বাড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী কামালার ওপর। তার ওপর নিজে কৃষ্ণাঙ্গ হয়েও কৃষ্ণাঙ্গদের যথেষ্ট সমর্থন পাচ্ছেন না কামালা।

যুক্তরাষ্ট্রের 'রাজনীতির খেলায়' সাহায্য পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা!
শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় নিয়ে রাজনীতিতে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুর্যোগের ভুক্তভোগীদের। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের 'রাজনীতির খেলায়' সাহায্য পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। ওদিকে, হারিকেন হেলেন ও মিল্টনের জেরে নাকি নতুন অর্থবছরের প্রথম সপ্তাহেই পুরো অর্থবছরের দুর্যোগ তহবিলের অর্ধেক খরচ করে ফেলেছে প্রশাসন। হারিকেনের মৌসুম শেষের আগেই ফুরোনোর পথে দুর্যোগ তহবিল।

জনসম্মুখে স্বাস্থ্য তথ্য প্রকাশ করলেন কামালা
প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নেয়া একটি পদক্ষেপ হিসেবে নিজের স্বাস্থ্যতথ্য প্রকাশ করলেন কামালা হ্যারিস। হোয়াইট হাউজ থেকে দেয়া একটি স্মারকলিপিতে ভাইস প্রেসিডেন্টের চিকিৎসক জোশুয়া সিমন্স বলেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ করার শারীরিক ও মানসিক শক্তি আছে কামালা হ্যারিসের।

নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয়ে ট্রাম্প-কামালার মধ্যে মতবিরোধ
আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট কাড়ার চেষ্টা কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন অর্থনীতি, অভিবাসন, বন্দুক আইন, গর্ভপাত, বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে দুই প্রার্থীর মধ্যে চলছে মতবিরোধ। তবে কোন নীতিকে গ্রহণ করবেন ভোটাররা তা সময়ই বলে দেবে।