বিদেশে এখন
0

জনমত জরিপেও কামালার কাছাকাছি ট্রাম্প

আগাম ভোটগ্রহণের মাত্র কয়েকদিনে প্রায় ৮০ লাখ ভোটই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি হবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জনমত জরিপেও কামালার সঙ্গে ব্যবধান ২ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। এদিকে, জর্জিয়ার এক নির্বাচনী সভায় কামালা জানান, নারীদের গর্ভপাতের স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার নেই সরকারের। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হওয়ায় কামালা গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি ডোনাল্ড ট্রাম্পে।

ডাক যোগে ছাড়াও যুক্তরাষ্ট্রে আগাম ভোটগ্রহণ চলছে ১৯টি অঙ্গরাজ্যে। ইতোমধ্যেই ব্যালটে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন প্রায় ৮০ লাখ ভোটার। প্রথম দিনে সর্বোচ্চ ভোটের রেকর্ড ভেঙ্গেছে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ বেশ কিছু অঙ্গরাজ্যে।

সবশেষ স্বশরীরে আগাম ভোটদান শুরু হওয়া অঙ্গরাজ্যের তালিকায় যুক্ত হয়েছে নেভাডার নাম। সকালে ভোটারদের এই দীর্ঘ সারিই বলে দিচ্ছে কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হতে যাচ্ছে এবারের নির্বাচন। স্যুইং স্টেটটিতে প্রার্থীদের নিয়েও বিভক্তি ছিল ভোটারদের মধ্যে।

ভোটারদের একজন বলেন, ‘ট্রাম্পকে ভোট দেয়ার কারণ তিনি অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবেন। সীমান্ত সুরক্ষিত করে নাগরিকত্ব নিশ্চিত করবেন। এছাড়াও পরীক্ষার মাধ্যমে চাকরির বাজারকে শক্তিশালী করবেন।’

আরেকজন বলেন, ‘কামালা হ্যারিসকে ভোট দিতে এসেছি। আমি শান্তি চাই। আমি চাই কামালা তার মূল্যবোধগুলো ধরে রাখুক।’

নির্বাচন দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তের প্রচারণায় নিজেকে প্রমাণে কোনো চেষ্টাই বাকি রাখছেন না দুই প্রার্থী। নারীদের গর্ভপাতের স্বাধীনতাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন কামালা হ্যারিস। জর্জিয়ার আটলান্টায় এক নির্বাচনী সভায় ডেমোক্র্যাট প্রার্থী জানান, নারীদের শরীর নিয়ে সিদ্ধান্ত দেয়ার অধিকার নেই সরকারের। অভিযোগ করেন ক্লান্ত ট্রাম্প প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, ‘মার্কিনদের জন্য তার আলাদা পরিকল্পনা নেই। তিনি নিজেকে নিয়েই ব্যস্ত। আর এখন ক্লান্তির কারণে তিনি বিতর্ক করতে ভয় পাচ্ছেন, সাক্ষাৎকার বাতিল করছেন। র‌্যালিতে স্ক্রিপ্টের বাইরে কথা বলতে গেলেই আবোল-তাবোল বকেন।’

জর্জিয়ার সভাতেই কামালার পক্ষে প্রথমবারের মতো প্রচারণায় যুক্ত হন মার্কিন পপ সিঙ্গার আষাঢ় রেমন্ড। ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই মার্কিন সঙ্গীত শিল্পী।

পিছিয়ে নেই ডোনাল্ড ট্রাম্পও। কামালাকে নিয়ে কটূক্তির পাশাপাশি স্বভাবসুলভ অভিযোগে পূর্ণ ছিল রিপাবলিকান প্রার্থীর পেনসিলভেনিয়া জনসভা। ক্যাপিটল হিল দাঙ্গার জন্য গণতন্ত্রের বিপরীত শব্দ হিসেবে ট্রাম্প নামটি প্রতিষ্ঠিত হয়েছিলো গেল কয়েক বছরে। তবে সাবেক প্রেসিডেন্টের দাবি, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচিত হয়েছেন কামালা। তাই বর্তমান ভাইস প্রেসিডেন্টই গণতন্ত্রের জন্য বড় হুমকি।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাকে বলে আমি গণতন্ত্রের জন্য হুমকি। উল্টো কামালাই গণতন্ত্রের জন্য হুমকি। কারণ তিনি ডেমোক্র্যাটদের প্রার্থীই ছিলেন না। তাদের উচিত ছিল সততার সঙ্গে দলের প্রার্থীকে বাছাই করা। কামালাকে প্রার্থিতা দিতে অগণতান্ত্রিক উপায় ব্যবহার করা হয়েছে।’

নির্বাচনের বাকি আর মাত্র ১৬ দিন। ফাইভ থার্টি এইটের সবশেষ জরিপ বলছে, কামালা হ্যারিস এগিয়ে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান নেমে এসেছে মাত্র ২ শতাংশে। তবে ৭টি স্যুইং স্টেটে এখনো প্রভাব ধরে রেখেছেন রিপাবলিকান প্রার্থী।

ইএ