২০ অক্টোবর ১৬টি ইলেক্টোরাল ভোট থাকা সুইং স্টেট জর্জিয়ার একটি গির্জায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় কামালা হ্যারিসকে চমকে দিলেন সমর্থকরা। এদিন কামালার ৬০তম জন্মদিন হওয়ায় সবাই একসঙ্গে শুভেচ্ছা জানান তাকে।
অন্যদিনের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে কথা বলতে দেখা গেলেও, জন্মদিনে কিছুটা ঠান্ডা মেজাজেই সাবেক প্রেসিডেন্টের দুর্বল দিকগুলো তুলে ধরেছেন কামালা। ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলে, দেশের মানুষ ন্যায়বিচার পাবে না আর যুক্তরাষ্ট্র ভয়ের ও ঘৃণার দেশে রূপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, ‘এই মুহূর্তে, আমাদের দেশ একটি গন্তব্যের পথে। এখান থেকে আমরা কোথায় যাব তা আমাদের ওপরই নির্ভর করে। এখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তা হলো, আমরা কোন ধরনের দেশ চাই? আমরা কি বিশৃঙ্খল, ভয়ের বা ঘৃণার দেশে বসবাস করতে চাই? নাকি স্বাধীনতা, সমবেদনা এবং ন্যায়বিচারের দেশে বাস করতে চাই? তাই আসুন আমরা আমাদের কথার মাধ্যমে নয়, আমাদের কাজের মাধ্যমে এবং আমাদের ভোট দিয়ে এসব প্রশ্নের উত্তর দেই।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১৫ দিন হাতে রেখে কামালা হ্যারিসের শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে রোববার পেনসিলভানিয়ার ম্যাকডোনাল্ডসের গ্রাহকদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই রান্না করেছেন ট্রাম্প। এমনকি মজার ছলে বলছিলেন, তিনি ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করতে আগ্রহী। এসময় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কামালাকে ফ্রেঞ্চ ফ্রাই ও বার্গার অফার করেছেন রিপাবলিকান প্রার্থী।
এরপরই সুইং স্টেটের মধ্যে সবচেয়ে বেশি ১৯টি ইলেক্টোরাল ভোট থাকা এই অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার শহরের এক জনসভায় যোগদান করেন ট্রাম্প। সেখানে সমর্থকদের প্রশ্নের জবাবে আরও একবার কামালাকে শুভেচ্ছা জানান। সেইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন কামালার চেয়েও তাকে তাকে বেশি পছন্দ করেন।
ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, জো বাইডেন কামালাকে যতটা পছন্দ করেন তার চেয়ে বেশি আমাকে পছন্দ করেন।’
এদিনে যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম শহর ফিলাডেলফিয়া থেকে ১২৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার শহরে ট্রাম্প সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে ডাকযোগ ছাড়াও আগাম ভোট চলছে ১৯টি অঙ্গরাজ্যে। ইতোমধ্যে ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ৮০ লাখের বেশি ভোটার।