উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয়ে ট্রাম্প-কামালার মধ্যে মতবিরোধ

আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট কাড়ার চেষ্টা কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন অর্থনীতি, অভিবাসন, বন্দুক আইন, গর্ভপাত, বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে দুই প্রার্থীর মধ্যে চলছে মতবিরোধ। তবে কোন নীতিকে গ্রহণ করবেন ভোটাররা তা সময়ই বলে দেবে।

দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। যদিও তাদের অনেক নীতি বাস্তবায়নে আইনসভা কংগ্রেসের ওপর নির্ভর করতে হবে। তবে কিছু বিষয় আইনসভার অনুমোদন ছাড়াই প্রয়োগ করতে পারবেন প্রেসিডেন্ট। ভোটের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে সেসব বিষয়।

অর্থনীতি

মার্কিন অর্থনীতি নিয়ে দুই প্রার্থীর মধ্যে আছে ভিন্ন পরিকল্পনা। শ্রমজীবী পরিবারের জন্য খাদ্য ও আবাসন খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখা এবং আবাসন খাতে প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নীতি মূল্যস্ফীতি কমানো, নিম্ন সুদের হার প্রণয়ন করা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আগামী ৫ নভেম্বর রিপাবলিকানরা জয়ী হয়ে মার্কিন অর্থনীতিও মধ্যবিত্তদের রক্ষা করবে। দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারসহ সীমানা নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্রের এগিয়ে নিয়ে যাব।'

কর ও বাণিজ্য

বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন ট্রাম্প। এই নীতির কড়া সমালোচনা করে কামালা জানান, এতে প্রতিটি মার্কিন পরিবারকে বছরে অতিরিক্ত চার হাজার ডলার খরচ করতে হবে। বছরে চার লাখ মার্কিন ডলার আয় করা ব্যবসায়ীদের ওপর করের হার বাড়াতে চান কামালা। এদিকে, ভিন্ন অবস্থানে ট্রাম্প। বিত্তশালীদের করহার কমিয়ে উচ্চ প্রবৃদ্ধি ও দেশের অর্থনীতিকে গতিশীল করার পরিকল্পনা নিয়েছেন রিপাবলিকান প্রার্থী।

পররাষ্ট্র নীতি

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে সংকটের মূল কারণ বের করা এবং মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে কামালা। অন্যদিকে ট্রাম্প দেয়াল নির্মাণ করে সীমান্ত একেবারে বন্ধ করে দেয়ার পক্ষে। অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ঘোষণাও দেন তিনি।

চলমান বৈশ্বিক যুদ্ধে নিজের অবস্থান খোলাসা করেছেন কামালা হ্যারিস। ইউক্রেনকে সমর্থন করা এবং ইসরাইল-ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্র গঠন করে সমাধানের উপায় খুঁজতে চান তিনি। বিশ্বের যেকোনো সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

গর্ভপাত

নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বিপক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণার কেন্দ্রবিন্দুতে আছে গর্ভপাত অধিকার।

কামালা হ্যারিস বলেন, 'নারীদের এই ইস্যুতে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। গর্ভাবস্থায়, প্রসবের আগে বা পরে নারীদের স্বাস্থ্যসেবার অভাবে মাতৃমৃত্যু বাড়ছে। এই জিনিসটি চিন্তা করতে হবে। নারী ও শিশুদের স্বার্থে গর্ভপাতের অধিকার সর্বোত্তম উপায়।'

বন্দুক আইন

যুক্তরাষ্ট্র থেকে অপরাধমূলক কাজ দূর করতে মাদক কারবার বন্ধ, সংঘবদ্ধ সহিংসতা দমন এবং দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা বলেছেন ট্রাম্প। তার মতে, অস্ত্র বহন মার্কিন নাগরিকদের সাংবিধানিক অধিকার । বন্দুক আইন নিয়ন্ত্রণের পক্ষে কামালা হ্যারিস।

এছাড়া, জলবায়ু পরিবর্তনে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির পেছনে বিলিয়ন ডলার খরচ করেছে ডেমোক্র্যাটরা। বিদ্যুৎ কেন্দ্র ও যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। স্বাস্থ্যসেবা খাতে নিয়ে কামালার পরিকল্পনা ওষুধের দাম কমানো আর ট্রাম্পের ঘোষণা বাসিন্দাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা হবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর