উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পকে বন্দি করার আহ্বান জো বাইডেনের

গণতন্ত্রের প্রতি হুমকি বিবেচনায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কারাবন্দি করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মার্কিন রাজনীতির আলাপ থেকে মতাদর্শ ও জাতিগত বিভেদ স্থায়ীভাবে দূর করতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা। যদিও নির্বাচনের ১৪দিন আগে প্রচারে অনুপস্থিতির কারণে তাকে অলস ও নিম্ন বুদ্ধিমত্তার মানুষ আখ্যা দিয়েছেন ট্রাম্প।

সময় ঘনিয়ে আসছে যত, ততোই জমে উঠছে বাকযুদ্ধ। কে, কাকে, কোন কথা দিয়ে কোণঠাসা করবেন, তার ওপরই যেন নির্ভর করছে হারজিত।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে জেতার জন্য বিরামহীন প্রচার-প্রচারণা দুই শিবিরে। মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে কোনো জনসভায় দেখা যায়নি, আর এ বিষয়টিকেই হাতিয়ার হিসেবে দেখছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, ৫ নভেম্বরের নির্বাচনের আগে একটি দিনও ছুটি নেবেন না তিনি। এদিন প্রতিদ্বন্দ্বী কামালা এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ট্রাম্প আখ্যায়িত করেন অলস ও নিম্ন বুদ্ধিমত্তার নেতা বলে।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, 'কামালার মধ্যে কোনো ঝামেলা আছে। খুব কম বুদ্ধি তার কিংবা ধীরে ভাবেন, এমন কিছু। জানি না কী সমস্যা, কিন্তু তারা প্রচুর মিথ্যা বলে। আরেকজন নিম্ন বুদ্ধিমত্তার মানুষ আমাদের দরকার নেই। চার বছর ধরে একজনকে তো সামলাচ্ছিই।'

জনসভায় দেখা না গেলেও প্রচারে বিরতি দেননি কামালা। মঙ্গলবার রাতে সাক্ষাৎকার দেন এনবিসিসহ দু'টি মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট প্রার্থী বলেন, মার্কিন রাজনীতি থেকে মতাদর্শ ও জাতিগত বিভেদ স্থায়ীভাবে দূর করতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্টপ্রার্থী কামালা হ্যারিস বলেন, 'আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে এখন এই সমস্যাটি আমি দেখছি। আমার মনে হয় এই নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়টি শুধু নতুন দিনের সূচনা নয়, বরং মার্কিন জাতিভেদের পুরোনো পৃষ্ঠা, অধ্যায় বন্ধ করে সামনে এগোনো।'

জনসভায় কামালার হয়ে এদিন ট্রাম্পকে বাক্যবাণে বিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প মার্কিন সংবিধানের সুরক্ষা ব্যবস্থা উপেক্ষা করতে চান বলে গণতন্ত্রের প্রতি হুমকি আখ্যা দিয়ে তাকে কারাবন্দি করার আহ্বান জানান বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'ট্রাম্প কাউকে হুমকি বলে মনে করলে প্রয়োজনে তাকে গুলি বা হত্যার জন্য অগ্রিম খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। মানে সত্যিই কাউকে হত্যার, শারীরিকভাবে আঘাতের সুযোগ পেলে, পারলে তিনি তা করবেন। এ কথা পাঁচ বছর আগে আমি বলে আমাকে তালাবদ্ধ করে রাখা হতো। ট্রাম্পকে আমাদের আটকাতে হবে, রাজনৈতিকভাবে কারাবন্দি করতে হবে।'

২০১৬ সালের নির্বাচনে জয়ের আগে প্রচারণার সময় ট্রাম্পের জনসভায় বারবার ভিড় থেকে রব উঠেছিল তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে গ্রেপ্তারের জন্য। সে সময় সমর্থকদের থামানোর চেষ্টা করেননি ট্রাম্প। ঘুষ দিয়ে মুখ বন্ধ করানোর ৩৪টি অভিযোগে দণ্ডপ্রাপ্ত এবং ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফল উল্টে দেয়ার চেষ্টায় অভিযুক্ত ট্রাম্পকে কারাবন্দি করতে চলতি বছর ডেমোক্র্যাট জনসভায়‌ অনেকে দাবি তুললেও তাদের থামিয়ে দিয়েছেন কামালা। ট্রাম্পের বিচারের দায়িত্ব বিচার বিভাগের ওপর ছেড়ে দিয়ে ব্যালট দিয়ে তাকে হারাতে চান বলে জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

এফএস