সালাহর গোলে আফ্রিকান নেশন্সে কাপের শেষ ষোলোতে মিশর

মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ | ছবি: সংগৃহীত
0

মোহাম্মদ সালাহর একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে আফ্রিকান নেশন্সে কাপের শেষ ষোলোতে উঠেছে মিশর। প্রথমার্ধের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোলটি করেন সালাহ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মিশর। ৩৯ মিনিটে সালাহকে বক্সের মাঝে ফাউল করেন দক্ষিণ আফ্রিকার খুলিসো মাদাউ। ভিএআর দেখে মিশরকে পেনাল্টি দেন রেফারি।

এ সুযোগকে ভালোভাবেই কাজে লাগায় সালাহ, গোল করে এগিয়ে দেন দলকে। এগিয়ে যাওয়ার ২ মিনিট পরই মোহামেদ হানি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মিশর। তবে বাকি সময় রক্ষণ অক্ষত রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

আরও পড়ুন:

এর আগে, ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়েছে মিশর। সেই ম্যাচেও যোগ করা সময়ে দলের হয়ে জয়সূচক গোল করেছিলেন সালাহ।

আফ্রিকান নেশন্স কাপে মিসর সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন হলেও সালাহ কখনো সেই স্বাদ পাননি। এবার তাই শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা করছেন এ ফরোয়ার্ড।

এসএইচ