বিপিএল: রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ঢাকা ক্যাপিটালসের

ম্যাচের একটি মুহূর্তের ছবি
ম্যাচের একটি মুহূর্তের ছবি | ছবি: ঢাকা ক্যাপিটালসের ফেসবুক
0

বিপিএলে সিলেট পর্বে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর দেয়া ১৩৩ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচের আগেই হার্ট অ্যাটাকে মারা যান ঢাকার সহকারি কোচ মাহবুব আলম জ্যাকি।

আরও পড়ুন:

তবে তাদের শোকের আঁচ ম্যাচে পড়তে দেননি খেলোয়াড়রা। বল হাতে শুরু থেকেই রাজশাহীকে চেপে ধরে ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঢাকার ইমাদ ওয়াসিম নেন ৩ উইকেট।

রান তাড়া করতে নেমে আব্দুল্লাহ আল মামুনের ৪৫ রানের পরও হারের শঙ্কায় ছিল ঢাকা। তবে শেষদিকে শামীম পাটোয়ারি ও সাব্বির রহমানের দুই অপরাজিত ক্যামিওতে জয় নিশ্চিত হয় দলটির। এতে জয় দিয়েই আসর শুরু করলো ঢাকা।

এসএইচ