দ্বিতীয় দফায় শুরু বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম

ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ এর লোগো
ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ এর লোগো | ছবি: রয়টার্স
0

দ্বিতীয় দফায় শুরু হয়েছে ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) একটি টিকিট ড্রয়ের মাধ্যমে বিক্রি করে এ কার্যক্রম শুরু করা হয়।

আগামী বছরের বিশ্বকাপের জন্য এ দফায় আরও ১০ লাখ টিকিট দেয়া হবে ফুটবল ভক্তদের। ইস্টার্ন জোন অনুযায়ী দ্বিতীয় ধাপের এ ড্র চলবে আগামী (শুক্রবার, ৩১ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জন্য এসময় থাকছে বিশেষ সুযোগ। লটারিতে নির্বাচিত হলে নিজেদের দেশে হওয়া ম্যাচগুলোর একক টিকিট কেনার সুযোগ থাকছে তাদের জন্য।

আরও পড়ুন:

তাছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও এবার কিনতে পারবেন টিকিট। এরআগে প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট কিনেছে স্বাগতিক তিন দেশের ভক্তরা। ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলোম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের অবস্থান ছিলো এরপরই।

এফএস