পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা: রাত ৯টায় শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

মাঠে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
মাঠে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে পাকিস্তান। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) রাতে শুরু হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে সিরিজের ১ম ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

গত মাসে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ের ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারে তারা। প্রায় ১১ মাস পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে গত বিশ্বকাপের রানার্স-আপ প্রোটিয়ারা।

আরও পড়ুন:

সর্বশেষ চার সিরিজের তিনটিই হেরেছে তারা। দলে থাকলেও ইনজুরির কারণে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন ডেভিড মিলার ও জেরাল্ড কোয়েৎজি। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটস্কি। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে সমান-সমান অবস্থায় আছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ২৪ বারের দেখায় সমান ১২টি করে ম্যাচ জিতেছে দু’দল।

এফএস