ভারতের অনুশীলন মাঠ নিয়ে কোচের অসন্তুষ্টি

ফুটবল
এখন মাঠে
0

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ভারত ম্যাচের জন্য শিলং এ প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলন করে টিম বাংলাদেশ। তবে অনুশীলন ভেন্যু নিয়ে হতাশ হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপরেও দলের খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই জয়েই নজর কোচ ও খেলোয়াড়দের।

এভাবেই অনুশীলন মাঠের সুযোগ সুবিধা নিয়ে অসন্তুষ্টি ঝাড়লেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

সৌদি আরবের তায়েফে দুই সপ্তাহের ক্যাম্পের পর, ঢাকায় হামজা চৌধুরী অনুশীলন। সুযোগ সুবিধার দিকে কোনোরকম কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের মাটিতে গিয়েই হলো ভিন্ন অভিজ্ঞতা। প্রথম অনুশীলন সেশন সারতে হয়েছে নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে।

স্থানীয় সময় আজ (শুক্রবার, ২১ মার্চ) বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাখানেক চলেছে প্রথমদিনের অনুশীলন। মাঠের সমস্যা সমাধানে কোচ তাকিয়ে আছেন টিম ম্যানেজার ও বাফুফের দিকে।

বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ম্যাচের আগে কয়েকটি অনুশীলন সেশন মূল মাঠে করতে চাই। আমাদের ম্যানেজার সেই চেষ্টা চালাচ্ছে, সেটি ও বাফুফের দায়িত্বে আমরা তাকিয়ে আছি কী হয় সামনে।’

ক্রিকেট হোক বা ফুটবল, বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলাদা উত্তাপ। প্রতিপক্ষের খেলোয়াড়রাও পরিচিত, আর প্রতিবেশিদের বিপক্ষে নিজেদের সর্বস্ব উজার করে দেন খেলোয়াড়রা। দেশকে তাই ভালো ফলাফল দিতে চান কোচ ও খেলোয়াড়রা

বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার ইসা ফয়সাল বলেন, ‘ভালো খেলা বলতে আমাদের এই সময় জিততে হবে। আমাদের মেইন ফোকাস এখন ২৫ তারিখ ভালো করতে হবে।’

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ভালো দিক হলো আমাদের খেলোয়াড়রা বিভিন্ন টুর্নামেন্টে ভারতের বিপক্ষে খেলেছে। প্রতিপক্ষ খেলোয়াড়রা পরিচিত। তাই এইটি বড় সুবিধা। এই অভিক্ষতা কিছুটা এগিয়ে রাখবে।’

হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন ফুটবলাররাও।

বাংলাদেশ ফুটবল দলের ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘হামজা টিমে থাকা মানে আমাদের প্রতিটা প্লেয়ারে মধ্যে মোটিভেশন কাজ করবে। তার মতো প্লেয়ার আমাদের দলে আছে এইটা অনেক বড় ব্যাপার।’

আগামী মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 'সি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর।

ইএ