২০২৫ সাল বাংলাদেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নারী ও পুরুষ উভয় বিভাগে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। ২০২৫ সালেই হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ।
নতুন বছরে প্রথম আন্তর্জাতিক সূচি নারী ফুটবলে। ১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের মেয়েদের। সিঙ্গাপুর, মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হলেও এখনো মেলেনি সবুজ সংকেত। আমন্ত্রণ জানানো হতে পারে অন্যান্য দেশকে।
মার্চে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় আকর্ষণ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই। অ্যাওয়ে ম্যাচ ভারতের মাটিতে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৫ মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির । তাই গোটা ক্রীড়াঙ্গনই তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে।
২০২৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে খেলবে পাঁচটি ম্যাচ। এর মধ্যে তিনটি হোম বাকি দু'টি অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকবে।
নারী ফুটবলেও রয়েছে এশিয়ান কাপ বাছাই। ২৩ জুন-৫ জুলাই অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। সুযোগ আছে ফেব্রুয়ারি,মার্চ ও মে উইন্ডোতে ৪-৫ টি ম্যাচ খেলার। সিনিয়র দলের পাশাপাশি নারী ও পুরুষ জুনিয়র পর্যায়ে সাফ এবং এএফসিরও একাধিক টুর্নামেন্ট রয়েছে ২০২৫ সালে।