ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাফজয়ী নারীদের
আসন্ন ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাফজয়ী নারীদের। এ বছর নভেম্বর-ডিসেম্বরে যে মেয়েদের ফিফা উইন্ডো আছে, তা জানেন না স্বয়ং বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। টানা দুইবার সাবিনারা সাফ জিতলেও ফেডারেশনের লক্ষ্য আগামী বছর ২-৩টা ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করা।