বিপিএলে আসছে ২৫ লাখ টাকার ট্রফি, কী আছে এতে?
বিপিএলের (BPL 2026) ১২তম আসরের দামামা বেজে উঠলেও এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও এখনো দেশে এসে পৌঁছায়নি বিপিএলের অফিশিয়াল ট্রফি। ফলে অধিনায়ক ও ট্রফির প্রথাগত ফটোসেশন ছাড়াই শুরু হয়েছে মাঠের লড়াই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, এবার সাধারণ কোনো ট্রফি নয়, বরং হীরাখচিত এক রাজকীয় ট্রফি (Diamond-Encrusted Trophy) আসছে দুবাই থেকে।