বিপিএলের শিরোপা জেতার দ্বারপ্রান্তে রাজশাহী-চট্টগ্রাম

বিপিএল

রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের লোগো
রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের লোগো | bpl final
0

প্রায় এক মাসের লম্বা ক্রিকেটীয় লড়াই আর নানা নাটকীয়তার পর শেষ প্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালের বড় মঞ্চে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর সামনে পাঁচ বছর পর শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। আর চট্টগ্রাম দাঁড়িয়ে আছে প্রথম শিরোপার দ্বারপ্রান্তে। দুই দলেরই লক্ষ্য বিপিএলের নতুন শিরোপায় হাত রাখা।

খেলা বন্ধের নাটকীয়তা, লো-স্কোরিং ম্যাচ, মাঝে ফিক্সিং সন্দেহে আকুর তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ। মাঠের ক্রিকেটে আলোচিত বিপিএল বারবার বাধা পেয়েছিল মাঠের বাইরের বিশ্বকাপ আলোচনায়। এতকিছুর পরও ২৮ দিনের বিপিএলের পর্দা নামছে আজ। রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে বিপিএলের নতুন শিরোপা।

টুর্নামেন্টের বিতর্কিত শুরুর পর সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালস খেলেছে দাপট দেখিয়ে। বোলিং শক্তিমত্তার পাশাপাশি চট্টগ্রামের জয়ের বড় কারণ হয়ে উঠেছেন অধিনায়ক শেখ মেহেদি। ব্যাটে-বলে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তারকাও বলা চলে তাকে। শিরোপার প্রশ্নে দল নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী রয়্যালদের অধিনায়ক।

চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহেদী বলেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি শিরোপার স্বপ্ন কেনো দেখবো না, সবাই দেখবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রতিটি প্লেয়ারই চায় শিরোপা জিততে।’

আরও পড়ুন:

শুরু থেকেই এবারের আসরে ইতিবাচক ছিল রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের টেবিলে ঝড় তোলা রাজশাহী শেষ সময়ে কেইন উইলিয়ামসনকে দলে টেনে জন্ম দিয়েছে আরেক চমকের। তারকাখচিত দলটা আছে ভালো ছন্দে। শিরোপার প্রশ্নে তাই আত্মবিশ্বাসী পদ্মাপাড়ের দলটি।

রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ইউ নেভার নো, কীভাবে আসবে এবং ওই সময় কে ডিল করতে পারবে। আমি একটি বিষয় সবসময় বিলিভ করি লাকের ব্যাপার সবসময়ই চলে আসে। সেটি যদি আমাদের সহায় থাকে আর আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলিয়ে যায়; আর উপরে একজন আছেন উনি সিদ্ধান্ত নেবেন কে ট্রফি পাবেন।’

ফাইনালের আগে বিকেল ৪টায় উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের আগে বড় এক আকর্ষণ দুবাই থেকে উড়ে আসা এ শিরোপা।

এফএস