বিপিএল প্লে-অফ শুরু আজ: রাজশাহী না চট্টগ্রাম— ফাইনালে যাবে কোন দল?

এলিমিনেটরে রংপুর-সিলেটের ‘ডু অর ডাই’ ম্যাচ

বিপিএল ২০২৬ প্লে-অফ
বিপিএল ২০২৬ প্লে-অফ | ছবি: এখন টিভি
0

দীর্ঘ লিগ পর্বের উত্তেজনা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব (BPL Play-offs)। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল: রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস। আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস (Rajshahi Warriors vs Chattogram Royals)।

একনজরে: বিপিএল ২০২৬ প্লে-অফ (২০ জানুয়ারি)

  • ১ম কোয়ালিফায়ার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৫:৩০)।
  • এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটানস (দুপুর ১২:৩০)।
  • ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
  • সরাসরি ফাইনাল: ১ম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে যাবে; হারলে দ্বিতীয় সুযোগ থাকবে।
  • ডু অর ডাই: এলিমিনেটরের হারলেই বিদায়; জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে যাবে।
  • বিদেশি সংযুক্তি: সিলেট শিবিরে ক্রিস ওকস ও স্যাম বিলিংস; রাজশাহীর সাথে থাকছেন জিমি নিশাম।
  • প্রধান আকর্ষণ: তৌহিদ হৃদয়ের রানের রেকর্ড (৩৭৮ রান) বনাম রাজশাহীর শান্তর ফর্ম।
  • ফাইনাল তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার।

আরও পড়ুন:

কোয়ালিফায়ার ১: সরাসরি ফাইনালের টিকিট কার? (First Qualifier Update)

আজকের হাই-ভোল্টেজ ম্যাচে জয়ী দল সরাসরি পা রাখবে বিপিএল ফাইনালে (BPL Final 2026)। তবে নিয়ম অনুযায়ী, হেরে যাওয়া দলের হাতে আরও একটি সুযোগ থাকবে।

প্রথম কোয়ালিফায়ার: রাজশাহী বনাম চট্টগ্রাম (Rajshahi Warriors vs Chattogram Royals)

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী এবং চট্টগ্রাম আজ প্রথম কোয়ালিফায়ারে একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সরাসরি বিপিএল ফাইনালে (BPL Final 2026) খেলার যোগ্যতা অর্জন করবে।

রাজশাহী ওয়ারিয়র্স: লিগ পর্বে দুর্দান্ত পারফর্ম করা রাজশাহী শিবিরে বড় স্বস্তি নিয়ে এসেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম (James Neesham)। নিউজিল্যান্ড জাতীয় দলের সিরিজ থাকলেও তিনি বিশেষ অনুমতি নিয়ে ফাইনাল পর্যন্ত বিপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রাম রয়্যালস: লিগ পর্বের শেষ দুটি ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও কোচ ও ম্যানেজমেন্টের আশা, বড় ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটাররা পারফর্ম করবেন। তাদের কোনো নতুন বিদেশি সংযুক্তি নেই, বরং পুরনো ইউনিট নিয়েই লড়াইয়ে নামছে তারা।

আরও পড়ুন:

এলিমিনেটর: হারলেই বিদায় রংপুর নাকি সিলেট? (BPL Eliminator Match)

দিনের অন্য ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস (Rangpur Riders vs Sylhet Titans)। কোচ মিকি আর্থারের অধীনে রংপুর শেষ মুহূর্তে মোমেন্টাম ফিরে পেয়েছে। তবে সিলেট টাইটানসও ছেড়ে দেওয়ার পাত্র নয়; তারা প্লে-অফের আগে উড়িয়ে এনেছে দুই ইংলিশ তারকাকে। এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

রংপুর রাইডার্স: লিগ পর্বের মাঝপথে ছন্দ হারালেও অভিজ্ঞ কোচ মিকি আর্থারের (Mickey Arthur) ছোঁয়ায় শেষ দুই ম্যাচে জয় নিয়ে মাঠে নামবে তারা। মিকি আর্থার জানিয়েছেন, তারা শিরোপা থেকে মাত্র ৩ ধাপ দূরে এবং দলের মোমেন্টাম এখন তুঙ্গে।

সিলেট টাইটানস: এই ম্যাচের জন্য সবচেয়ে বড় চমক দেখিয়েছে সিলেট। তারা ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে বিধ্বংসী ব্যাটার স্যাম বিলিংস (Sam Billings) এবং বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিস ওকসকে (Chris Woakes)। ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস জানিয়েছেন, তারা আক্রমণাত্মক ক্রিকেট (Aggressive Cricket) খেলে রংপুরের শক্তিশালী বোলিং লাইনআপকে ধসিয়ে দিতে চান।

আরও পড়ুন:

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ (Probable Playing XI)

কোয়ালিফায়ার ১ (সন্ধ্যা ৫:৩০): রাজশাহী বনাম চট্টগ্রাম।

ক্রমিক সংখ্যারাজশাহী ওয়ারিয়র্স (RJW)চট্টগ্রাম রয়্যালস (CHR)
1সাহিবজাদা ফারহানমোহাম্মদ হারিস (WK)
2তানজিদ হাসান তামিমমোহাম্মদ নাইম শেখ
3নাজমুল হোসেন শান্ত (C)মাহমুদুল হাসান জয়
4মুশফিকুর রহিম (WK)সাদমান ইসলাম
5জিমি নিশামহাসান নাওয়াজ
6রায়ান বার্লশেখ মেহেদী হাসান (C)
7আকবর আলীআসিফ আলী
8তানজিম হাসান সাকিবআমের জামাল
9হাসান মুরাদতানভীর ইসলাম
10আব্দুল গাফফার সাকলায়েনশরিফুল ইসলাম
11জাহানদাদ খানমুকিদুল ইসলাম মুগ্ধ

এলিমিনেটর (দুপুর ১২:৩০): রংপুর বনাম সিলেট।

ক্রমিক সংখ্যারংপুর রাইডার্স (RGR)সিলেট টাইটানস (SLT)
1ডেভিড মালানতৌফিক খান
2তৌহিদ হৃদয়পারভেজ হোসেন ইমন (WK)
3লিটন দাস (C)আফিফ হোসেন
4খুশদিল শাহমুমিনুল হক
5ইফতেখার হোসেন ইফতিইথান ব্রুকস
6নুরুল হাসান সোহান (WK)মঈন আলী / স্যাম বিলিংস
7মাহমুদুল্লাহ রিয়াদমেহেদী হাসান মিরাজ (C)
8ফাহিম আশরাফনাসুম আহমেদ
9নাহিদ রানারুয়েল মিয়া
10আলিস আল ইসলামসালমান ইরশাদ
11আকিফ জাভেদশরিফউল্লাহ / ক্রিস ওকস

এসআর